গাজীপুরের শাপলা বিলে নৌকা ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা আর নৌকায় উঠতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
(ঢাকা টাইমস/০১আগস্ট/এসএ)

মন্তব্য করুন