জুলাই সনদ বাস্তবায়নে সবই করছে বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি। তবে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে কোনো দ্বিমত নেই বিএনপির।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদকে প্রবেশ গেটে স্বাগতম জানান।
এরপর হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবু নগরীর কবর জিয়ারত করেন তারা।
পরে মাদ্রাসা মিলনায়তনে শায়খুল হাদিস শেখ আহমেদ, মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যরা। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির নেতারা। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাঁধা দেখছে না বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান।
হেফাজত ইসলামের সাবেক দুই আমিরের কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
(ঢাকাটাইমস/১আগস্ট/জেবি)

মন্তব্য করুন