বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ১৪:৪১
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের সৈকতের মিরা পয়েন্ট ও গঙ্গামতি পয়েন্ট থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে মিরা পয়েন্টে ভেসে আসা মরদেহটি জেলে নজরুল ইসলামের। গত ২৯ জুলাই গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হয়েছিলেন তিনি। কালো রঙের রেইনকোট পরিহিত ওই মরদেহটি নজরুলের ছেলে নিজেই শনাক্ত করেছেন। অন্যদিকে গঙ্গামতি পয়েন্টে পাওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার অফসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সকালে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির মাধ্যমে খবর পেয়ে আমরা সৈকতের দুটি পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করি। পরে তা মহিপুর থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সকালে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। কুয়াকাটার মহিপুর থেকে আবদুর রশিদ মাঝির নেতৃত্বে ১৫ জেলে ওই ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। পরদিন ভোরে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, ট্রলারডুবির সময় তাদের এক সহযোগী স্রোতের টানে ভেসে যায়। এরপর বাকি ১৪ জন বাঁশ, ফ্লুট ও মাছ ধরার সামগ্রী ধরে ভেসে থাকার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই দফায় দফায় আরও পাঁচজন নিখোঁজ হন। চার দিন সমুদ্রে ভেসে থাকার পর ২৯ জুলাই রাতে দুটি মাছ ধরার ট্রলার ৯ জেলেকে জীবিত উদ্ধার করে।

এ ঘটনায় নিখোঁজদের পরিবারে চলছে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, প্রতিবছরই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা বা আধুনিক ট্রলার সুবিধা জেলেদের জন্য নিশ্চিত করা হচ্ছে না।

স্থানীয়রা মৎস ব্যাবসায়ীরা জানান, সমুদ্রে মাছ ধরার জন্য জেলেদের আধুনিক প্রশিক্ষণ, জীবন রক্ষাকারী সরঞ্জাম এবং আবহাওয়ার পূর্বাভাস জানার সুযোগ নেই বললেই চলে। যার ফলে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এ ঘটনায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনো কোনো ধরনের লিখিত বিবৃতি পাওয়া যায়নি। তবে নিহত ও নিখোঁজ জেলেদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানান স্থানীয়রা।

(ঢাকা টাইমস/০১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা