জামায়াতের জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির বৈঠক

জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। ‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সেমিনার সফলের জন্য বৃহস্পতিবার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে জাতীয় সেমিনার সর্বতোভাবে সফল করে তোলার লক্ষ্যে সেমিনারের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/৩১ জুলাই/ জেবি)

মন্তব্য করুন