সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

রেসিপ্রোকাল ট্যারিফ ১৫-২০%—তবু 'যুদ্ধ জয়' উদযাপন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ১৫:৫০| আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৫:৫৯
অ- অ+

বাণিজ্য চুক্তি ও ট্যারিফ (শুল্ক) নিয়ে সরকারের সাম্প্রতিক প্রচার এবং তা ঘিরে বক্তব্যের প্রেক্ষাপটে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনাও।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন—

“প্রায় সকল দেশের রেসিপ্রোকাল ট্যারিফ ১৫%-২০% করে দিয়েছে। তাহলে আমরা যুদ্ধ জয় করেছি এই ধরণের উত্তেজনার কারণ কি? নাকি হুদাই উত্তেজিত না হইল‍্যে শইল‍্যে জোশ আসেনা?”

জুলকারনাইন সায়েরের পোস্টে একজন কমেন্ট করেছেন, গরীব দেশগুলাই বিশাল সাফল্য পেয়েছে। প্রায় সব ভংগুর দেশের ট্যারিফ ২০ এর নিচে রেখেছেন ডোনাল টাম্প। সেই আফগানিস্তান থেকে, পাকিস্তান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, উগান্ডা, ভানুয়াতুতু, জিম্বাবুয়ে, জাম্বিয়া, ভেনিজুয়েলা ইত্যাদি ইত্যাদি। দুই একটা ব্যতিক্রম আছে। যেমন মিয়ানমার।

আরেকজন কমেন্ট বক্সে লিখেছেন, ভাই প্রথমেও তো সব দেশ কেই দিছিল, তখন দোষ দিয়েছি, তাই কমাইছে যখন ক্রেডিট ও দেয়াও লাগবে। বেশ কয়েকটা দেশের তো কমেনাই বাড়ছে। তাও ফুল ডিল আসার পর নাহয় বুঝা যাবে।

(ঢাকাটাইমস/১আগস্ট/)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা