সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
রেসিপ্রোকাল ট্যারিফ ১৫-২০%—তবু 'যুদ্ধ জয়' উদযাপন!

বাণিজ্য চুক্তি ও ট্যারিফ (শুল্ক) নিয়ে সরকারের সাম্প্রতিক প্রচার এবং তা ঘিরে বক্তব্যের প্রেক্ষাপটে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনাও।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন—
জুলকারনাইন সায়েরের পোস্টে একজন কমেন্ট করেছেন, গরীব দেশগুলাই বিশাল সাফল্য পেয়েছে। প্রায় সব ভংগুর দেশের ট্যারিফ ২০ এর নিচে রেখেছেন ডোনাল টাম্প। সেই আফগানিস্তান থেকে, পাকিস্তান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, উগান্ডা, ভানুয়াতুতু, জিম্বাবুয়ে, জাম্বিয়া, ভেনিজুয়েলা ইত্যাদি ইত্যাদি। দুই একটা ব্যতিক্রম আছে। যেমন মিয়ানমার।
আরেকজন কমেন্ট বক্সে লিখেছেন, ভাই প্রথমেও তো সব দেশ কেই দিছিল, তখন দোষ দিয়েছি, তাই কমাইছে যখন ক্রেডিট ও দেয়াও লাগবে। বেশ কয়েকটা দেশের তো কমেনাই বাড়ছে। তাও ফুল ডিল আসার পর নাহয় বুঝা যাবে।
(ঢাকাটাইমস/১আগস্ট/)

মন্তব্য করুন