উত্তরা ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’ অনুষ্ঠিত 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ২০:৩৩
অ- অ+

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের অ্যালামনাই ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়াসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং বিশেষ অতিথিরা একত্রিত হয়ে স্মৃতিময় ও আনন্দঘন মূহুর্ত উদযাপন করেন।

শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর কাজী তারেক উল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য দেন বিজনেস স্কুলের ডীন ড. ইসরাত হোসেন ও প্রক্টর প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তাঁর বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। এরপর বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আহ্বির আজাদ।

আনুষ্ঠানিক পর্বে আরও বক্তব্য দেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো হৃদয়গ্রাহী করে তোলেন। এছাড়া, ৩১ জুলাই ও ০১ আগস্ট দুইদিনব্যাপী হোন্ডা লিমিটেড এর সৌজন্যে শিক্ষার্থীদের ফ্রি বাইক রাইড ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ অংশ কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে ধন্যবাদ প্রদান করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ইন-চার্জ মোহাম্মদ আলী। তিনি সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

লাঞ্চ বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বিনোদনমূলক নানা আয়োজন, মজার খেলা, রেফেল ড্র ও বাইক রাইডিং। বিকেলের অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীদের শিল্পীসত্তা প্রকাশ পায়। সন্ধ্যায় আয়োজন করা হয় এক জমকালো মেগা কনসার্ট। যেখানে পারফর্ম করেন ‘লালন’ ব্যান্ড। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলো স্কুল অব বিজনেস এডমিন্ট্রিশন, অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও অফিস অব পাবলিক রিলেশন্স।

(ঢাকা টাইমস/০১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা