শিক্ষার্থীদের নাম-জন্ম তারিখের ভুল সংশোধনের সুযোগ দিল মাদরাসা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১৭:৫৭
অ- অ+

২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের নাম, জন্মতারিখ, ছবি ও পিতা-মাতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। যারা অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধনের আবেদন করতে পারবে।

বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল তথ্য সংশোধনের জন্য ২৯ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থী বা অভিভাবকরা সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিটি সংশোধনের জন্য ৩০০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে, যা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আর সংশোধন প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট মাদরাসাকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইএসআইএফ পোর্টাল (www.ebmeb.gov.bd) থেকে ইআইএনএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর যৌক্তিক সংশোধনের জন্য আবেদন করা যাবে। সংশোধন অনুমোদনের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীর আপডেট তথ্য ইএসআইএফ লিস্টে প্রদর্শিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশন ও সনদের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে সঠিক তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশোধনের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র সংযুক্ত করেই আবেদন করতে হবে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ
রাজধানীতে র‌্যাব-২ এর অভিযান: হত্যাকাণ্ড, অপহরণ ও ভাইরাল অস্ত্রধারী যুবক গ্রেপ্তার
সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ইশরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে মেয়র হতে চান হিরো আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা