জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ২২:৫৯
অ- অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বুধবার এ তথ্য নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, জামায়াতের নেতারা তাকে দেশের বাইরে চিকিৎসা করাতে বলেন। কিন্তু জামায়াত আমির সেটি নাকচ করে দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।

বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথমবার পড়ে যাওয়ার কিছুক্ষণ পর নেতাকর্মীদের সহযোগিতায় ফের উঠে দাঁড়ান তিনি। আবার বক্তব্য শুরু করেন। কয়েক মুহূর্ত পরই ফের মঞ্চে পড়ে যান তিনি। দ্বিতীয় দফায় পড়ে যাওয়ার কিছু সময় পর মঞ্চে বসেই বক্তৃতা করেন তিনি।

(ঢাকা টাইমস/৩০জুলাই/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি ইফতিকার উদ্দিন পিন্টু কারাগারে মারা যাননি: কারা অধিদপ্তর
বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনাকালে আদাবর থানা তাঁতী লীগের নেতা গ্রেপ্তার
এয়ারটেল নিয়ে এলো টানা ৫ দিনের বিশেষ লাকি আওয়ার অফার
গোপালগঞ্জ সহিংসতা: বিবেক জাগ্রত করি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা