সরকারি বাসা বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে দখলের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৮:০৩
অ- অ+

সরকারি বাসার বরাদ্দ পাওয়ার দশদিনের মধ্যে দখল গ্রহণের বাধ্যবাধকতা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দখল না নিলে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় এবং অন্য বাসা প্রার্থীদের বরাদ্দে সমস্যা সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বাসা খালি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে দখল নেন না। কেউ কেউ দীর্ঘদিন পর বাসাটির পরিবর্তে অন্য বাসার জন্য আবেদন করেন বা বরাদ্দ বাতিলের আবেদন করেন। এতে করে বাসাগুলো দীর্ঘ সময় খালি থাকে এবং সরকারের আর্থিক ক্ষতি হয়।

এ অবস্থায় সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের স্বার্থে, বরাদ্দপ্রাপ্ত সবাইকে বরাদ্দপত্রে উল্লিখিত ১০ দিনের মধ্যে বাসার দখল গ্রহণ করতে অথবা দখল গ্রহণে অনিচ্ছুক হলে তা দ্রুতভাবে সরকারি আবাসন পরিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা