বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি: আগে কে কোথায় কাজ করেছেন, জানুন

পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলত অবসর দিয়েছে সরকার। ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তারা হলেন— ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আতিকা ইসলাম, পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম, রেলওয়ে পুলিশে সংযুক্ত মো. মাহবুব আলম এবং শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের এই চার কর্মকর্তাকে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা পাবেন।
এর আগে রবিবার পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে ওএসডি করে সরকার।
চার ডিআইজি আগে কোথায় কাজ করেছেন:
আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের এই চার কর্মকর্তা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দাপুটের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’, ‘পিপিএম’।
আতিকা ইসলাম:
আতিকা ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের (কারান্তরীণ) ভাগ্নি হিসেবে পুলিশ বাহিনীতে ব্যাপক দাপুটে ছিলেন। কর্মজীবনে তিনি একবার শুধু ঢাকার বাইরে চাকরি করেছেন; যা র্যাবে থাকাকালে বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক হিসেবে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি আতিকা ইসলামকে গত ১১ নভেম্বর হাইওয়ে পুলিশ থেকে বদলি করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ২০২০ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। সেসময় তিনি র্যাব-৮ এর অধিনায়ক ছিলেন। আতিকা ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামে। তিনি ১৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান।
মাহবুব আলম:
আওয়ামী লীগ সরকার পতনের পর ৩ সেপ্টেম্বর মাহবুব আলমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের পদ থেকে সরিয়ে রেলওয়ে পুলিশে বদলি করা হয়। ২০২৩ সালের ৩১ মে তাকে জিএমপি কমিশনার করে তৎকালীন সরকার। এর আগে তিনি এপিবিএনের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগ দেন। ২০২২ সালের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। সেসময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার ছিলেন। একসময় টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুব আলম।
এ কে এম নাহিদুল ইসলাম:
এ কে এম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাইয়ে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি ছিলেন। পদোন্নতির পর তাকে সিআইডিতে রাখা হয়। গত ১লা সেপ্টেম্বর নাহিদুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। তিনি একসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) ছিলেন।
মনির হোসেন:
২০২২ সালের ১২ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন মনির হোসেন। একই প্রজ্ঞাপনে তার সহধর্মীনি শামীমা বেগমও ডিআইজি হন। ডিআইজি মনির হোসেনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসে সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।
সর্বশেষ পুলিশের বিশেষ শাখায় কর্মরত অবস্থায় মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত করা হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ গোপালগঞ্জ ও নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির হোসেন। তাছাড়া পুলিশ সদরদপ্তরের এআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মন্তব্য করুন