আইএফআইসি ব্যাংকের সব শাখা-উপশাখায় জমা দেওয়া যাবে সার্বজনীন পেনশন স্কিমের টাকা

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ১৪০০ এর বেশি শাখা-উপশাখায় যে কোনো ব্যক্তি সার্বজনীন পেনশন স্কিমের প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন। সোমবার রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সংশ্লিস্ট সমঝোতা চুক্তিটি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান এবং আইএফআইসি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা সমঝোতা স্মারকটি স্বাক্ষর ও বিনিময় করেন।
এ সময় অনুষ্ঠানে মো. গোলাম মোস্তফা, সদস্য, অর্থ ব্যবস্থাপনা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান উপস্থিত ছিলেন।(ঢাকা টাইমস/২৮জুলাই/এসএ)

মন্তব্য করুন