বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৮:০৬| আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৮:৫৬
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।

এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিফাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

কেন দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে, এ নিয়ে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কসহ চারজন নেতা গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে চাঁদাবাজির অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এই সংগঠনটি।

(ঢাকাটাইমস/২৭জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা