সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ০০:১৪
অ- অ+

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার চার যুবকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার বিকালে ঢাকা মহানগরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া চারজন হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই গুলশানের ওই বাসায় গিয়ে নিজেদের ছাত্রনেতা পরিচয় দিয়ে শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ভয়ভীতি দেখানোর পর ১০ লাখ টাকা আদায়ও করেন। শনিবার রাত আটটার দিকে বাকি টাকা নিতে গেলে পুলিশ আগেই অবস্থান নিয়ে থাকায় তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সংগঠন দুটি থেকেই তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার সরকারি কলেজ ও ২১ স্থাপনার নাম পরিবর্তন
আবু সঈদ হত্যা: অভিযোগ গঠন বিষয়ে আসামিপক্ষের পরবর্তী শুনানি কাল বুধবার
কুমিল্লায় টিপু হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
মেঘনা ব্যাংকের চট্রগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা