ধামরাইয়ে আলোচিত ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী সেলিম গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৫:৩৭
অ- অ+

ঢাকা জেলার ধামরাইয়ে আলোচিত ডাকাতির ঘটনায় মামলার এজাহারনামীয় আসামী ও মূলহোতা মো. সেলিমকে (৪৩)–দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সন্ধ্যায় র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক ধামরাই থানাধীন সূয়াপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২১ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে ধামরাইয়ের পাকিস্তান বাজার এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সেলিম ছিল মূল পরিকল্পনাকারী। ওইদিন ৮ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা কয়েকজনকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।

তবে আটক ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিমসহ অন্যান্য পলাতকদের নাম প্রকাশ পায়। পরবর্তীতে র‍্যাব-৪ এর একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সেলিমের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সেলিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা