রাঙামাটির

দুর্গম পাহাড়ে ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১১:২২| আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৩:৪৩
অ- অ+

রাঙামাটির বাঘাইহাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফের একটি সশস্ত্র আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানের সময় উভয়পক্ষে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, দেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় একে-৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান বলে জানায় আইএসপিআর।

জানা গেছে, সম্প্রতি বাঘাইহাটের পাহাড়ি এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের উপস্থিতি ও চাঁদাবাজি কর্মকাণ্ডের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে ইউপিডিএফ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর টহল দলের গুলি বিনিময় হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউপিডিএফ সদস্যরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় রাইফেল, বিপুল সংখ্যক গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকাটি দীর্ঘদিন ধরে ইউপিডিএফের দখলে ছিল। তারা সেখান থেকে পাহাড়ি জনগণের ওপর চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছিল।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর: নীরব
রাবি ছাত্রদলের নেতৃত্বে রাহী-জহুরুল
রাষ্ট্র রূপান্তরের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা ‘৩১ দফা’: কাইয়ুম চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা