ভৈরবে দিনকালের সাংবাদিককে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সোহেলুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সোহেলুর রহমান।
সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে কর্মরত।
তাকে হত্যাচেষ্টার ঘটনায় ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিএমইউজে ভৈরব উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শাহিনসহ তার মূল হোতাদের গ্রেফতারের দাবি জানানো হয়।
লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, গতকাল সোমবার সাংবাদিক সোহেলুর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একাধিক মাদক মামলার আসামি শাহিনকে গ্রেফতারের দাবি জানিয়ে পোস্ট দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাহিন তার দলবল নিয়ে গভীর রাতে ভৈরবপুর মধ্যপাড়ায় সোহেলুর রহমানের বাসভবনে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় রাতেই বিষয়টি ফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান সোহেলুর রহমান।
আজ সকালে সোহেলুর রহমান বাড়ি থেকে ভৈরব বাজারে যাওয়ার পথে মনামরা ব্রিজসংলগ্ন জান্নাত ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে অভিযুক্ত শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন এবং শাহিনকে সেখান থেকে সরিয়ে নেয়।
এ বিষয়ে সাংবাদিক সোহেলুর রহমান জানান, ‘মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমি সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। শাহিন মাদক কারবারি ও ছিনতাইকারী। কয়েক দিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়েছে। তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ায় সে আমার প্রাণনাশের চেষ্টা করছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছি।’
লিখিত অভিযোগ পাওয়ার সত্যথা নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
(ঢাকাটাইমস/২৯জুলাই/মোআ)

মন্তব্য করুন