একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে যে সতর্ক করল শিক্ষা বোর্ড

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে ফেক ওয়েবসাইট বা ভুয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায় শিক্ষা বোর্ড বহন করবে না—এমন সতর্কবার্তা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজ, মাদরাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেই সম্পন্ন হবে।
প্রার্থীদের বোর্ড নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
বোর্ডের সতর্কবার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অননুমোদিত ওয়েবসাইটের মিথ্যা বিজ্ঞাপনে কেউ লোভে পড়ে ভুয়া লেনদেন করলে তার দায় সম্পূর্ণভাবে আবেদনকারী ও অভিভাবকের, বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই সেই দায় নেবে না।
এর আগে গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুসের সই করা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়।
ভর্তির নির্ধারিত ওয়েবসাইট: www.xiclassadmission.gov.bd
(ঢাকাটাইমস/২৯ জুলাই/এলএম)

মন্তব্য করুন