বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতির মামলায় কুখ্যাত ডাকাত কামাল গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আরও একজন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানাধীন গাড়াখোলা রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বালিয়াকান্দি থানা পুলিশের একটি চৌকস দল।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. কামাল কাজী (৪৩)। তার পিতার নাম মো. লতিফ কাজী এবং বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রহমতপুর গ্রামে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, কামাল কাজী বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের এক বৃদ্ধের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। ২৭ জুন দিবাগত রাতে সংঘটিত ওই ডাকাতিতে ৭-৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুইজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ভোররাতে কামাল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত তিনজন ডাকাতকে আইনের আওতায় আনা হয়েছে।
ওসি জামাল উদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃত কামাল কাজীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং তিনিও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন