‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ০০:০৪
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে পুষ্টির অভাবও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা বড় বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়।

শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে আগ্রহী করে তুলতে হবে। এই শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার যে ফলাফল হয়েছে, সেটাই আসল ফলাফল। এই বছর জিপিএ-৫ এর সংখ্যা কম হওয়ায়, যারা এটি পেয়েছেন তারা সত্যিই মেধাবী। তাই তাদের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শিক্ষা ব্যবস্থা আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এর ভার আগামী ৩০ থেকে ৪০ বছর বহন করতে হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এ বি এম আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আয়োজনের শুরুতে জুলাই আন্দোলন ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় স্থানীয় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩০ কাঠা প্লট জালিয়াতি: হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার
মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টা, পাটালি গ্রুপের চার সদস্য ডিবির জালে
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা