নরসিংদীর সড়ককে চাঁদাবাজিমুক্ত ঘোষণা অ্যাডিশনাল এসপি’র

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোচালককে মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ২৩:৩৫| আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০০:৩১
অ- অ+

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জেলার সকল সড়ক ও মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান শেষে তিনি এই ঘোষণা দেন।

এদিন অভিযান চালিয়ে প্রকাশ্যে যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এএসপি আনোয়ার হোসেন শামীম। অভিযানের সময় তারা নরসিংদী পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বরে সড়কে দাঁড়িয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গাববাড়ি ধামশা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. ফোরকান উদ্দিন (৪৬) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার সায়েদাবাদ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে রবি মিয়া (২৬)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে আদায়কৃত ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র পৌরসভার টোলের নামে শহরের বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিল। নির্দিষ্ট টার্মিনাল ছাড়া অন্য কোথাও টোল আদায়ের অনুমতি না থাকলেও ইজারাদারদের লোকজন রাস্তায় দাঁড়িয়ে জোর করে টাকা তুলে আসছিল। সবশেষ আজ সকালে সকালে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোরিকশাচালক মমিনুল ইসলামকে মারধরের ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে চাঁদাবাজবিরোধী অভিযানের নামে পুলিশ।

অভিযান শেষে এএসপি আনোয়ার হোসেন শামীম সাংবাদিকদের বলেন, ‘‘আইজিপি মহোদয় এবং নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও জনদাবির পরিপ্রেক্ষিতে নরসিংদীকে চাঁদাবাজমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজকের অভিযান তারই অংশ।’’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই পুলিশ কর্মকর্তা বলেন, চাঁদাবাজ চক্র যতই প্রভাবশালী হোক, কোনো ছাড় দেওয়া হবে না। জেলাবাসীর স্বার্থে আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ার জানিয়েছিলেন, নরসিংদীকে চাঁদাবাজমুক্ত করতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কারও বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য, ছবি, ভিডিও ক্লিপ বা অডিও রেকর্ড থাকলে নির্ভয়ে তাকে জানানোর অনুরোধও জানান তিনি। (ঢাকাটাইমস/২৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে: মাহফুজ আলম
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ৯টি আইফোনসহ ১২টি চোরাই মোবাইল উদ্ধার
শহীদ দুই পরিবারের সাথে বিএনপি নেতা সাজু
সুলতানগঞ্জ নদীবন্দর নিয়ে কোনো টানাপড়েন হবে না: নৌপরিবহন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা