টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ কাঠের বোট জব্দ

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সমুদ্র এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বোট থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জব্দ ইয়াবা ও কাঠের বোট সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।”
(ঢাকাটাইমস/১আগস্ট/এলএম)

মন্তব্য করুন