খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করলো সিআইডি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ও তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আদালতের নির্দেশে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এসব হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
সিআইডির তদন্তে উঠে এসেছে, মোতাল্লেস হোসেন ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব লেনদেনের সঙ্গে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে তদন্তকারী সংস্থাটি।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, প্রতারণার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি এই চক্রে জড়িত অন্যদের শনাক্তের কাজও চলছে। পাশাপাশি মোতাল্লেস হোসেনের স্থাবর সম্পত্তি ও আর্থিক কর্মকাণ্ডও তদন্তের আওতায় রয়েছে।
সিআইডি বলছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ভুয়া পরিচয়ে সাবেক প্রধানমন্ত্রীকে জড়িয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় গুরুতর অপরাধ। এ বিষয়ে আমরা কঠোর নজরদারি ও তদন্ত চালিয়ে যাচ্ছি।
সিআইডি আরও জানিয়েছে, প্রতারণায় ব্যবহৃত ফোন রেকর্ড, লেনদেনের রসিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এসএস)

মন্তব্য করুন