কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১২:৫১
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোহাম্মদ আরমান জানান, ইউসুফ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

মৃত ইউসুফ আলীর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নূর হোসেন মিয়ার বাড়িতে। তিনি কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। তবে কোন মামলায় আটক ছিলেন, তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম
হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 
বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা