বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর, ফেরা হলো না বাসায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ০০:৪৮
অ- অ+

রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামে এক কিশোরের।

শনিবার রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রান্তর বাবা উজ্জ্বল পাল জানান, তিনি নিউ মার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। ছেলেও তাকে মাঝে মাঝে সাহায্য করত। রাতে দুজনেই বাইসাইকেলে করে শ্যামপুরের ভাড়া বাসায় ফিরছিলেন।

তিনি বলেন, “ছেলে আমার একটু আগে ছিল। গুলিস্তানের বঙ্গভবনের মোড়ে পৌঁছাতেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। হাসপাতালে নেওয়ার পর আর বাঁচল না।”

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামে। ঢাকায় শ্যামপুর এলাকায় ভাড়া থাকতেন তারা। প্রান্ত ছিল তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।”

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ
৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা