উত্তরার ‘বি’ ও ‘সি’ ব্লকে অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে মতামত চাইল সরকার

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘বি’ ও ‘সি’ ব্লকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য স্ব-অর্থায়নে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের আগে মতামত নেওয়ার অংশ হিসেবে ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নাগরিকরা ওয়েবসাইট https://mohpw.gov.bd থেকে প্রতিবেদনটি দেখতে পারবেন।
এ বিষয়ে মতামত পাঠানো যাবে ই-মেইলে ([email protected]) অথবা সরাসরি উপসচিব, পরিকল্পনা অধিশাখা-৩, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায়।
মন্ত্রণালয় বলছে, রাজধানীর আবাসন সংকট নিরসন এবং জনসাধারণের ক্রয়সক্ষমতার মধ্যে মানসম্পন্ন ফ্ল্যাট সরবরাহের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা এলাকার নগর পরিকল্পনায় ভারসাম্য ও আধুনিকতা যুক্ত হবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

মন্তব্য করুন