তারুণ্যের উৎসব ২০২৫

রাজধানীতে কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১৭:৪১
অ- অ+

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সরকারি সংগীত কলেজে “তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালায় ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক তরুণ-তরুণী এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ইশরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে মেয়র হতে চান হিরো আলম
৩০ কাঠা প্লট জালিয়াতি: হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা