তারুণ্যের উৎসব ২০২৫
রাজধানীতে কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সরকারি সংগীত কলেজে “তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালায় ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক তরুণ-তরুণী এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএম)

মন্তব্য করুন