মানবতাবিরোধী অপরাধে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ.লীগ নেতা মোবারক হোসেন খালাস পেলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১৫:১৮
অ- অ+

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১২ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়। মামলায় তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। একটিতে তাকে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনটি অভিযোগ থেকে খালাস পান তিনি।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, ১৯৭১ সালে মোবারক হোসেন রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন এবং স্থানীয়ভাবে গণহত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ত ছিলেন। তবে রায় ঘোষণার পর মোবারক হোসেন উচ্চ আদালতে আপিল করেন।

চলতি বছরের ৮ জুলাই থেকে তার আপিলের শুনানি শুরু হয়। সব যুক্তি-বিতর্ক ও প্রমাণ-পর্যালোচনা শেষে বুধবার সুপ্রিম কোর্ট তাকে সকল অভিযোগ থেকে খালাস দেন।

রায়ের পর আইনজীবীরা জানান, প্রক্রিয়াগত ত্রুটি এবং অভিযোগ প্রমাণে সন্দেহের সুযোগ থাকায় আপিল বিভাগ এই রায় দিয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পুনর্বিবেচনার আবেদন করবে কি না, তা এখনও জানা যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা