ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকদের ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১৫:২৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধোনের আশ্বাসে টানা তিনদিন ধরে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা। এতে করে বুধবার সকাল থেকে ফের জেলার সবকটি সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে কমেছে যাত্রী ভোগান্তি।

মঙ্গলবার মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি।

এর আগে পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে গত ২৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম জানান, সদর থানায় পুলিশের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ জানিয়েছে পর্যায়ক্রমে দাবিগুলোও বাস্তবায়নে আলোচনা করা হবে। এজন্য চলমান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া তিনদিনের ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবিগুলো নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা