বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই এলাকার রাজা ড্রাইভারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিমনের বাড়ির ডিস লাইনের সংযোগ কিছুদিন ধরে বিচ্ছিন্ন ছিল। বিকালে তিনি নিজেই সেই সংযোগ পুনরায় চালুর জন্য কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

মন্তব্য করুন