ফেসবুকে পোস্ট

বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১২:২০| আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৪:৩৫
অ- অ+

পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৩০ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এনসিপির এই নেতা।

সেখানে সারজিস আলম লিখেছেন, ‘আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।'

এদিকে আজ বুধবার বিকালে ঢাকার আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও পরে সমাবেশ করবে এনসিপি। যেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নিবেন।

একইদিন ৩টার দিকে দারুল ইহসান মাদ্রাসার মাঠে জনসভা করবে বিএনপি। যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা