রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ০৮:৪১| আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১১:২৪
অ- অ+

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানেও দেওয়া হয়েছে সমুদ্র তরঙ্গ সংক্রান্ত পরামর্শ।

ভূমিকম্পটি আজ বুধবার ভোর রাতে কামচাটস্কি অঞ্চলের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এসব তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, তা ‘দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আজকের ভূমিকম্প ভয়াবহ। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

ভূমিকম্পের পর পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় জারি করেছে সতর্কতা। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি আশঙ্কা প্রকাশ করেছে, ভূমিকম্পের কারণে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

রাশিয়ার সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানিয়েছেন, উপদ্বীপের দক্ষিণাঞ্চলের ছোট শহরগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, সুনামির প্রভাবে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে দেশটির উপকূলে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

উল্লেখ্য, মাত্র ১০ দিন আগে গত ২০ জুলাইও রাশিয়ার এই অঞ্চলেই ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ইউএসজিএস জানিয়েছে, ওই দিন মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।

বিশ্লেষকেরা বলছেন, টেকটোনিক প্লেটের সংঘর্ষপ্রবণ এই অঞ্চলটি অতীতে বহু বড় ভূমিকম্পের অভিজ্ঞতা বহন করে। এ কারণে এখানকার জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা