জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১৬:৩০
অ- অ+

আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রশাসনকে রোডম্যাপ কবে ঘোষণা করা হবে তা জানাতে হবে। যদি জকসু না হয়, আবার দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে। সে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

এ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে শাখা ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই প্রশাসন আমাদের ভোটে এসেছে। যদি আপনারা আমাদের যৌক্তিক দাবি পূরণে ব্যর্থ হন, তাহলে আপনাদের গাড়িতে করে বিদায় দিতে আমরা বাধ্য হবো। বিগত এক বছরে প্রশাসন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ‘হবে’, ‘প্রক্রিয়াধীন’, ‘চেষ্টা চলছে’ এই কথাগুলো আর চলবে না।

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, কোনো অছাত্র কিংবা বয়স্ক ব্যক্তিদের দিয়ে ছাত্রসংসদ নির্বাচন চলবে না। যারা প্রকৃত ছাত্র, শুধুমাত্র তাদের দিয়েই নির্বাচন হতে হবে। আমাদের সম্পূরক বৃত্তি অবিলম্বে প্রদান করতে হবে আর কোনো অজুহাত শুনতে চাই না।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, আমরা গেটলক করে এই প্রশাসন নিয়ে আসি। আমরা ভেবেছিলাম আমাদের শিক্ষকদের যদি অভিভাবক বানায় তাহলে আমাদের আর রাস্তায় নামতে হবেনা। আমরা পড়ার টেবিল আর গবেষণায় মনোভাব দিবো। আজ বলতে বাধ্য হচ্ছি এই আপন প্রশাসনের থেকে হয়তো অন্য প্রশাসন ভালো হতো।

এছাড়া এসময় বক্তব্য দেন- ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দি: রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড
জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান জুলাই যোদ্ধাদের, যান চলাচল বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা