বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগ, ৪০ আনসার সদস্যকে বদলি

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১৪:১৮
অ- অ+

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসার সদস্যকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের অন্যত্র বদলির এই সিন্ধান্ত নেওয়া হয়।

আনসার কমান্ডার শ্রী অসিত কুমার জানান, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রথম দফায় ৪০ জনকে সরিয়ে নেওয়া হলেও পর্যায়ক্রমে বাকি সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বেনাপোল বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বিভিন্ন গেট থেকে বকশিশের নামে প্রতি ট্রাক থেকে ২০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই চাঁদা আদায়ের সঙ্গে আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার সদস্যরা জড়িত বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু আনসার সদস্য জানান, চাঁদা আদায়ের পুরো টাকাই তারা নিজেদের কাছে রাখেন না, এর একটি অংশ তাদের ওপরস্থদের কাছেও পৌঁছায়। তারা পরিস্থিতির শিকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরের নিরাপত্তা কার্যক্রমে আনসার বাহিনীর পাশাপাশি ১২৯ জন সদস্য নিয়ে গঠিত বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমাও দায়িত্বে রয়েছে। বন্দরে ট্রাক চলাচলের সময় বকশিশের নামে এই দুই সংস্থার সদস্যদের চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রথম দফায় ৪০ আনসার সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। একইসঙ্গে নিরাপত্তা সংস্থা পিমার বিরুদ্ধেও শিগগিরই কঠোর ব্যবস্থা নেয়া নেওয়া হতে পারে।

(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ
৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
ছাত্রদল নেতা গ্রেপ্তারে মায়ের মৃত্যু, নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি
দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা