নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৫:১৪| আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫:২০
অ- অ+

নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।সোমবার দুপুরে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বিবরণী জমা দেন।

প্রতিনিধি দলে ছিলেন— গণঅধিকার পরিষদে উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ও উচ্চতর পরিষদ সদস্য মাহবুব জনি। প্রধান নির্বাচন কমিশনার এই আয়ব্যয় বিবরণী হিসাব গ্রহণ করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গে আলোচনা হয়।

২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

সংবাদ সম্মেলনে রাশেদ খান প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, ‘আগামী নির্বাচনে শুধু আওয়ামী লীগ নয়, তার কোনো অ্যাসোসিয়েটও অংশ নিতে পারবে না। জনগণের মধ্যে একটা কনফিউশান আছে যে, আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি-না? এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন, ‘‘আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে পারবে না’’।

রাশেদ বলেন, ‘আমরা তাকে জিগ্যেস করেছি যারা ১৪, ১৮ ও ২৪ সালের এমপি ছিল, আওয়ামী লীগের কোনো পদে নাই, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছে, ডামি এমপিকে জিতাতে গণসংযোগ, মাস্তানি, ভোটাধিকার হরনে কাজ করেছে— তারা অংশগ্রহণ করতে পারবে কি-না? এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি উত্তর না দিলে, আমরা তাকে বলি, মনে করেন- আওয়ামী লীগের পদে থাকা কেউ নির্বাচন করতে পারলো না। কিন্তু তার ভাই, যে ডামি এমপির বানাতে কাজ করেছে। এবার সে দাঁড়ালে তো ডামি এমপির সমস্ত অর্থ ও শক্তিমত্তা তার জন্য ব্যয় করবে। আওয়ামী লীগের অবৈধ টাকার কোনো অভাব নাই। এভাবে কালোটাকার খেলায় ৬০ জন স্বতন্ত্র এমপি হয়ে গেলে তো, পরবর্তীতে বেনামে আওয়ামী লীগ ফিরবে। তখন তো আপনি আমি কেউ রেহাই পাবো না।’

তখন প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেন, আমরা বিষয়টা গুরুত্বের সহিত বিবেচনা করবো— বলেন রাশেদ খান।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনারকে আমরা অবহিত করেছি, জাতীয় পার্টি ও ১৪ দলও তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরির জন্য প্রধান সহযোগী ছিলো। তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না? জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রুপে ফিরে আসবে।

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সরকার তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করলে, আমরাও নিবন্ধন স্থগিত করে দিবো। সরকারের উদ্যোগ ছাড়া আমাদের নিজ থেকে কোন আইনে স্থগিত করার সুযোগ নেই।’

(ঢাকাটাইমস/২৮জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
ইউএন মানবাধিকার কমিশনের অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে: মঞ্জু
খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা