কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১২:০৬| আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১২:২৯
অ- অ+

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর গ্রামের আবুল খায়েরের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

নিহতরা হলেন— ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু আক্তার (১৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, বেশ কিছু দিন ধরে মীর হোসেনের পরিবার রামপুর আবুল খায়েরের বাসায় ভাড়া থাকতেন। মীর হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা দুজনের মরদেহ দেখে থানায় খবর দেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল মর্গে পাঠিয়েছে। পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত। ধারণা করা হচ্ছে, ঋণে চাপে সোমবার দিনগত রাতের কোনো এক সময় মা-মেয়ে বিষপান করেন। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না:  সারজিস আলম
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
মির্জাপুরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি
‘চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা