মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ২৩:৪৮
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে একটি কালো রঙের গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কাশিমপুর গ্রামে আসে কালো রঙের দুটি নোহা গাড়ি। এরপর সেখান থেকে শাহ আলম সরকারকে গাড়িতে তুলে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আবুল খায়ের বলেন, ‘আওয়ামী লীগের সময়ে যাকে-তাকে উঠিয়ে নেওয়ার কথা শুনতাম। এখন আবার সেই সময় ফিরে এলো নাকি? একজন সাবেক চেয়ারম্যানকে এভাবে তুলে নেওয়া খুবই দুঃখজনক।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘শাহ আলম সরকার ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। তার পরিবার জানিয়েছে, কালো রঙের গাড়িতে করে কিছু লোক তাকে তুলে নিয়ে গেছে। অবাক লাগে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও আমরা নিরাপদ না! আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে শাহ আলম সরকারকে উদ্ধারের দাবি জানাচ্ছি।’

তবে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম এমন খবর। এ বিষয়ে আমার কোনো তথ্য নেই।’

এদিকে কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বলেন, ‘আমার কাছে শাহ আলম সরকারকে আটকের কোনো তথ্য নেই। আর ডিবি আটক করলেও কুমিল্লা থেকে আকুবপুর যেতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে। অগ্রিম কিছু বলা যাচ্ছে না।’

ঘটনার প্রকৃত তথ্য জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা