জনগণের জন্যই নতুন সংবিধান তৈরি করা হবে: নাহিদ ইসলাম

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গণকল্যাণমুখী নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশকে নতুন সংবিধানের পথে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জনগণের জন্যই নতুন সংবিধান রচনা করা হবে।
আজ রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এক সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক জানান, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই স্বৈরশাসকের পতন ঘটিয়েছে এবং তরুণদের হাত ধরে এখন গড়ে উঠবে একটি সুন্দর ও ন্যায্য সমাজ।
‘এই দেশ আমাদের, জনগণের জন্যই আমরা নতুন সংবিধান তৈরি করব ইনশাআল্লাহ।’ এই ঘোষণা দিয়ে নাহিদ বলেন, ‘নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন একটি গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণ সরাসরি অংশ নিয়ে তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র কাঠামোর রূপরেখা দেবে।’
এনসিপির আহ্বায়ক নেত্রকোনার বন্যাকবলিত অঞ্চলগুলোর প্রসঙ্গ তোলেন তার বক্তব্যে। এ সময় তিনি বলেন, ‘এই জেলাকে টেকসই উন্নয়নের দিকে নিতে হলে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব।’
এর আগে, ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলা শহরে পদযাত্রার আয়োজনের কথা থাকলেও পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় সভা করেন। সেখান থেকে পুরাতন কালেক্টরেট মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।
সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
পরে নেতারা শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করে আবার মাঠে ফিরে বক্তব্য দেন এবং সমাবেশ শেষে শেরপুরের উদ্দেশে যাত্রা করেন।
(ঢাকাটাইমস/২৭জুলাই/মোআ)

মন্তব্য করুন