জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ১৬৭ সন্তানকে পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৮:৫৮
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ শিক্ষাবৃত্তির জন্য ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ২৩০ জন আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় এদের মধ্যে থেকে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর এর সভা কক্ষে পোষ্য শিক্ষাবৃত্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ বছর চারটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যায়নরত ১১৫ জন শিক্ষার্থী ৯০০০ টাকা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের ৩০ জন শিক্ষার্থী ১২০০০ টাকা, ডিগ্রি/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/মেডিক্যাল/প্রকৌশল সমমানের ২১ জন শিক্ষার্থী ১৫০০০ টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ০১ জন সন্তানকে বাৎসরিক ২০০০০ টাকা প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদানকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীও আসামি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা