সিরাজগঞ্জে পিস্তলসহ চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৩:২৪
অ- অ+

সিরাজগঞ্জ সদরে পিস্তল, গুলিসহ এক চাঁদাবাজকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার সদর উপজেলার সায়দাবাদে বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মানিক ওরফে কালা মানিক (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।

এ অবস্থায় সোমবার বিকালে আবারও চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। নাজমুল হক বলেন, মানিকের বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা