হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রবিবার বিকালে উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লালকের (কাসটিলা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাটি সত্য। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ)

মন্তব্য করুন