হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৬:০৩
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার বিকালে উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লালকের (কাসটিলা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাটি সত্য। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা