টঙ্গীতে

খোলা ম্যানহোলে পড়ে বৃষ্টির পানির স্রোতে তলিয়ে গেলেন নারী, উদ্ধারে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৪:৩৩
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নারীর পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৮টার পর থেকে টানা বৃষ্টিপাত হচ্ছিল। এরই মধ্যে এক নারী গন্তব্যে ফেরার পথে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে হাঁটছিলেন। এ সময় খোলা একটি ম্যানহোলে পড়ে তিনি পানির তীব্র স্রোতে মুহূর্তেই তলিয়ে যান।

দুর্ঘটনার সময় আশপাশে থাকা পথচারীরা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। টানা বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।’

সোমবার সকাল ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল, তবে নিখোঁজ নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস রাত থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো তাঁকে উদ্ধার করা যায়নি। আমরা ঘটনাস্থলে নজরদারি করছি।’

এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, খোলা ম্যানহোল ও অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই টঙ্গী এলাকার মানুষের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান চলবে বলে জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা