চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৯:১৩| আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৯:১৯
অ- অ+

চাঁদাবাজ যতই প্রভাবশালী বা প্রভাবযুক্ত হোক, কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে আপনারা সংবাদমাধ্যমে রিপোর্ট করছেন না? গুলশানে যারা চাঁদাবাজি করছিল, তাদের তো ছেড়ে দেওয়া হয়নি। আমরা ধরেছি। কাউকে ছাড় দেওয়া হবে না—সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন।’

বিভিন্ন জায়গায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করার বিষয়ে জানতে চাইলে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি তো বললাম, কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয়ই দিক, কিছুই কাজে আসবে না।’

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে কয়েকজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা