নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রনি বেগম নামের এক নারী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান বিক্ষোভকারীরা।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর-মুসুদপুর সড়কের নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর গণকবর এলাকায় দুর্ঘটনাস্থলে এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ চলাকালে স্থানীয়রা গাছ ফেলে কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে স্থায়ী স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, এই সড়কে গাড়ির গতির কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। রনি বেগমের মৃত্যু শুধু একটি উদাহরণ। তারা আর কোনো প্রাণহানি দেখতে চান না। দ্রুত এই সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান তারা।
এর আগে রবিবার (২৮ জুলাই) বিকেলে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের গণকবর এলাকায় সড়কের পাশে বাসচাপায় মারা যান রনি বেগম। ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়
(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

মন্তব্য করুন