কুমিল্লায় টিপু হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৬:৪৬
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মো. ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— ফেনীর সোনাগাজী উপজেলার মেহেদী হাসান ও শহীদুল ইসলাম।

১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন— মো. জসিম উদ্দিন, মো. জামাল হোসেন মানিক, মো. একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, মো. আলাউদ্দিন ও মো. শাহাবুদ্দিন। সব আসামি পলাতক।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিগত ২০০৯ সালের ১৬ মে রাতে ভিকটিম টিপু ঘরের বাইরে বের হলে ওতপেতে থাকা ডাকাতদল তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর টিপুর বাবা মোহাম্মদ আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে।

মামলায় ৪ জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১১ সালে অভিযোগপত্র জমা পড়ে এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয়।

মামলার মোট ১৭ আসামির মধ্যে ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক বিচার চলাকালেই মারা যান। অপর ৬ আসামি প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন, মো. ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু।

(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা