রায়েরবাজার গণকবর

ডিএনএ টেস্টে শনাক্ত হবে শহীদদের মরদেহ, চাইলে পরিবার নিতে পারবে গ্রামে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৪:৩৩
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের রায়েরবাজার গণকবরে দাফন করা মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। শনাক্তের পর কেউ চাইলে স্বজনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘এখানে ১০০ জনেরও বেশি শহীদকে দাফন করা হয়েছে। কিন্তু তাদের অনেককেই শনাক্ত করা যায়নি। এতদিন অনেক পরিবার কবর খুঁড়ে মরদেহ শনাক্তে রাজি হয়নি। এখন তারা সম্মতি দিচ্ছেন। আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করব। কেউ যদি মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে দাফন করতে চায়, সেটা করতে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এখানে মোট ১১৪টি কবর রয়েছে। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গণকবরে যথাযথ নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে, এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

ডিএনএ পরীক্ষার পাশাপাশি মরদেহগুলোর ময়নাতদন্ত (পোস্টমর্টেম) হবে কি না—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘যেহেতু ডিএনএ পরীক্ষা হবে, সেহেতু মরদেহগুলো পোস্টমর্টেম প্রক্রিয়ার মধ্যেও পড়বে। তবে পুরো বিষয়টি একটি কমিটির মাধ্যমে পরিচালিত হবে, তারাই নির্ধারণ করবে কোন পদ্ধতিতে কাজ হবে।’

প্রসঙ্গত, গতবছর আন্দোলনে নিহত রায়েরবাজার কবরস্থানে ছাত্র ও জনতার মরদেহ সমাহিত করা হয়। শহীদদের মর্যাদা নিশ্চিত করতে এবং আত্মীয়স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে এখন মরদেহ শনাক্তের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিচ্ছে সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি: মেজর হাফিজ 
সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো চার প্রবাসীকে সম্মাননা
অসহায় মানুষের পাশে সামাজিক উদ্যোগেই থাকতে হবে: আমিনুল হক
সুনামগঞ্জ সীমান্তে নৌকাসহ ৩০ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা