ভাই-বোনের গল্পে ‘আলী’, মুক্তি ১৮ জুলাই

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ১৬:৩৩| আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৬:৫৩
অ- অ+

‘মন জানে না মনের ঠিকানা, ‘ভালোবাসা এমনই হয় এবং ‘ভয়াল-এর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তার অভিনীত ‘আলী সিনেমাটি আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ জানালেও নানা কারণে শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘আলী। পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন প্রতিজ্ঞা। তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘এই নাটকটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি, দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।

রশ্নি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে, কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না।

অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই সিনেমা ভাই-বোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা