স্বস্তি নেই বাজারে, সবজি-মুরগি-ডিম সবকিছুতেই বাড়তি খরচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ১৩:৩৭
অ- অ+

টানা বৃষ্টির কারণে রাজধানীতে স্বস্তির ছোঁয়া মিললেও বাজারে স্বস্তি নেই। সরবরাহে বড় ধরনের বাধা না থাকলেও এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে চোখে পড়ার মতো।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, সবজিতে বড়সড় মূল্যবৃদ্ধি, মুরগি ডিমের দামও ঊর্ধ্বমুখী। মাছ মাংসের বাজারে আগের চড়া দামই বহাল রয়েছে।

বাজারে দেখা যায়, সবজির বাজারে এখন পেঁপে ছাড়া কোনো পণ্য ৫০ টাকার নিচে নেই। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। করলা ৭০৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৫০৬০ টাকা, চিচিঙ্গা ধুন্দল ৬০ টাকা, কচুর লতি ৬০৮০ টাকা এবং কচুর মুখী ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সজনে ১৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং কাঁচামরিচ ৩২০ টাকা কেজি। পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ টাকায়।

টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, ইন্ডিয়ান গাজর ১৫০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০২০ টাকায়। ধনে পাতা ৪০০ টাকা কেজি, কাঁচা কলা ২০ টাকা হালি, চাল কুমড়া ৪০ টাকা, ক্যাপসিকাম ৪০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও দাম চড়া। লাল শাক, কলমি শাক ডাঁটা শাক বিক্রি হচ্ছে ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০৪০ টাকা এবং পুঁই শাক ৩০ টাকা আঁটি। আলুর দাম বেড়ে হয়েছে ৩০ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫৬০ টাকায় এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৪৫ টাকা কেজি।

মুরগির বাজারেও দামের ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি এক সপ্তাহে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে। সোনালি কক মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন ১২০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম ৯০ টাকা ( পিস)

মাছের বাজারেও আগের মতোই চড়া দাম। এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ,৮০০ টাকায়। দেশি শিং ৮০০,০০০ টাকা, চাষের শিং ৩০০৪০০ টাকা, রুই ৩৫০৫০০ টাকা, মৃগেল ৩৫০৪০০ টাকা, চাষের পাঙাশ ২০০২৩০ টাকা, চিংড়ি ৮০০,২০০ টাকা, বোয়াল ৬০০৮০০ টাকা, বড় কাতল ৪০০৫৫০ টাকা, পোয়া ৩৫০৪০০ টাকা, পাবদা ৪০০৪৫০ টাকা, তেলাপিয়া কই ২২০২৩০ টাকা, মলা ৫০০ টাকা, কাচকি ৫০০ টাকা, বাতাসি টেংরা ,৩০০ টাকা এবং সাধারণ টেংরা ৬০০৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঁচমিশালি মাছের দাম ২২০ টাকা কেজি।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০৮০০ টাকা কেজিতে। কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা এবং বট ৩৫০৪০০ টাকা। খাসির মাংসের কেজি ,২০০ টাকা।

আদা ১৪০১৮০ টাকা, দেশি রসুন ১৩০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা এবং খেসারির ডাল ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চালের বাজারেও চড়া দাম বিরাজ করছে। মিনিকেট চাল প্রকারভেদে ৮২৯২ টাকা, নাজিরশাইল ৮৪৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা এবং ২৮ চাল ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা