শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩

রাজধানীর শ্যামলীতে দিনদুপুরে চাপাতি ধরে শিমিয়ন ত্রিপুরা নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, তার গায়ের কাপড় ও জুতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেপ্তার করলো।
এর আগে গত শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামলীর একটি গলিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শিমিয়ন ত্রিপুরা (৩০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ঘটনার পর ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ভিডিওতে দেখা গেছে, টাকাপয়সা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাকারীরা ওই ব্যক্তির পরনে থাকা জামা ও জুতা খুলতে বাধ্য করে এবং সেগুলো নিয়ে যায় তারা।
এ ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শনিবার শের-ই-বাংলা নগর থানায় একটি মামলা করেন তিনি।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম/এসএ)

মন্তব্য করুন