বিজিবির জুন মাসের অভিযানে ১৩৬ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ, আটক ৩৫৯ জন

দেশের সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি গেল জুন মাসে ব্যাপক সাফল্য পেয়েছে। সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে বাহিনীটি প্রায় ১৩৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। পাশাপাশি আটক করেছে চোরাচালান ও সীমান্ত অপরাধে জড়িত ৩৫৯ জনকে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে—৪ কেজি ৩৩৮ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৩৭২টি শাড়ি, ৬ লাখ ৬৪ হাজার আতশবাজি, ১ লাখ ৩২৮টি মোবাইল ফোন, ৫ লাখ ৪৭ হাজার পিস চকলেট, ৭৭৭টি গরু-মহিষ, একটি কষ্টি পাথরের মূর্তি এবং বিভিন্ন যানবাহনসহ আরও বহু পণ্য।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, দুইটি দেশি পিস্তল, তিনটি শটগান, তিনটি মর্টার শেল, চারটি হ্যান্ড গ্রেনেড ও ১৯টি গুলি।
অন্যদিকে মাদকদ্রব্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো— ১২ লাখ ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৯২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন, ১০ হাজার ৯৪০ বোতল বিদেশি মদ, ১ লাখ ২৪ হাজার সিগারেট-বিড়ি, ১ লাখের বেশি বিভিন্ন ধরণের ট্যাবলেট ও ইনজেকশন।
এছাড়াও, অভিযান চলাকালে ১৯৭ জন চোরাকারবারী, ১৫৫ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩৫ জন মায়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন