বিজিবির জুন মাসের অভিযানে ১৩৬ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ, আটক ৩৫৯ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১৬:০২
অ- অ+

দেশের সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি গেল জুন মাসে ব্যাপক সাফল্য পেয়েছে। সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে বাহিনীটি প্রায় ১৩৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। পাশাপাশি আটক করেছে চোরাচালান ও সীমান্ত অপরাধে জড়িত ৩৫৯ জনকে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে—৪ কেজি ৩৩৮ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৩৭২টি শাড়ি, ৬ লাখ ৬৪ হাজার আতশবাজি, ১ লাখ ৩২৮টি মোবাইল ফোন, ৫ লাখ ৪৭ হাজার পিস চকলেট, ৭৭৭টি গরু-মহিষ, একটি কষ্টি পাথরের মূর্তি এবং বিভিন্ন যানবাহনসহ আরও বহু পণ্য।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, দুইটি দেশি পিস্তল, তিনটি শটগান, তিনটি মর্টার শেল, চারটি হ্যান্ড গ্রেনেড ও ১৯টি গুলি।

অন্যদিকে মাদকদ্রব্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো— ১২ লাখ ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৯২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন, ১০ হাজার ৯৪০ বোতল বিদেশি মদ, ১ লাখ ২৪ হাজার সিগারেট-বিড়ি, ১ লাখের বেশি বিভিন্ন ধরণের ট্যাবলেট ও ইনজেকশন।

এছাড়াও, অভিযান চলাকালে ১৯৭ জন চোরাকারবারী, ১৫৫ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩৫ জন মায়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা