অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”

নরসিংদীতে প্রকাশ্য কিংবা গোপনে চাঁদাবাজি যেই করুক না কেন, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আনোয়ার। তিনি বলেন, “চাঁদাবাজ যত বড় পরিচয়েরই বা যেই হোক না কেন, তাকে আমরা চাঁদাবাজ হিসেবেই ট্রিট করব।”
বুধবার ব্যক্তিগত ফেসবুকে পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ার বলেন, নরসিংদীকে চাঁদাবাজমুক্ত করতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কারও বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য, ছবি, ভিডিও ক্লিপ বা অডিও রেকর্ড থাকলে নির্ভয়ে তাকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আপনাদের দেওয়া তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ, এবার নরসিংদী হবে চাঁদাবাজমুক্ত— হবেই।”
এই অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “কেউ যদি বলে পুলিশই চাঁদা নেয় বা পুলিশ বড় চাঁদাবাজ— তাহলে সেই অভিযোগও প্রমাণসহ দিন, দেখি ব্যবস্থা নেওয়া হয় কি না। আইজিপি স্যার ও পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশনা রয়েছে— কোনো পক্ষপাত নয়, চাঁদাবাজি বন্ধ করতেই হবে।”
তিনি একইসঙ্গে সতর্ক করে বলেন, “এ সুযোগে কেউ যেন পুলিশকে ব্যবহার করে জায়গাজমি দখল বা অন্য উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা না করেন।”
(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

মন্তব্য করুন